কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে

কুড়িগ্রামে তাপমাত্রা আরো তীব্র  হচ্ছে সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা 17 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনের তাপমাত্রা সহনীয় হলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢেকে যায় বিশাল এলাকা। ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে দেরিতে চলাচল করছে।

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 

কুয়াশা ও ঠান্ডার কারণে দিনমজুর ও মেহনতি মানুষও পড়েছেন বিপাকে

তারা সময়মতো কাজে যেতে পারছে না।কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের ধরলা পাড় এলাকার আবু সাঈদ জানান, ৫-৬ দিন থেকে শীতের প্রকোপ বাড়ছে। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। ঠাণ্ডা ও শীতের কারণে কাজ করা কঠিন। তারপরও সকালে কাজে বেরিয়ে পড়ি। আমি কাজ না করলে আমার পরিবার চলতে পারবে না।

কুড়িগ্রামে তাপমাত্রা আরো তীব্র হচ্ছে. ওই এলাকার দৈনিক মজুরি শ্রমিক ইউসুফ আলী বলেন, “আজ প্রচুর কুয়াশা। লোকজন ঘুম থেকে উঠলেই আমরা কাজে বেরিয়ে পড়ি। যতই ঠাণ্ডা হোক বা যতই ঠাণ্ডা হোক না কেন, তা ছাড়া উপায় নেই। কাজ।”

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি মাসের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল হাওয়া বয়ে যেতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বাড়তে পারে।

Read More:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *