বাজিগর-২’ হচ্ছে আব্বাস মাস্তান পরিচালিত 1993 সালের একটি সুপারহিট রোমান্টিক, অ্যাকশন, থ্রিলার চলচ্চিত্র। ছবিটির প্রযোজক রতন জৈন ঘোষণা করেছেন যে শাহরুখ খানের ক্যারিয়ারের এই মাইলফলক ছবির সিক্যুয়াল হিসেবে তৈরি হবে ‘বাজিগর-২’। তবে ছবিটিতে অভিনয় করবেন কি না তা এখনো নিশ্চিত করেননি শাহরুখ খান।
সম্প্রতি ‘বাজিগর’ ছবির সিক্যুয়েল নিয়ে শাহরুখের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলে জানান নির্মাতা। বিষয়টি এখনো আলোচনার টেবিলে থাকায় নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। ছবিতে জনপ্রিয় জুটি ছিলেন শাহরুখ খান ও কাজল। তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই ছবির সিক্যুয়েলে আবারও দুজনকে চান নির্মাতা। রতন জৈন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শাহরুখ তাঁর প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
শাহরুখ খান ছবিটি না করলেও সিক্যুয়াল তৈরি হবে বলে নিশ্চিত করেছেন রতন। আর সিক্যুয়ালটি পরিচালনা করবেন এ প্রজন্মের একজন গুণী পরিচালক।
‘বাজিগর-২’ হচ্ছে, বর্তমানে বাজিগর-২ এর চিত্রনাট্যের কাজ চলছে।
চিত্রনাট্যের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। তবে ‘বাজিগর‘-এর গুণগত মান ধরে রাখতে সব ধরনের চেষ্টা করা হবে। ছবিতে কাজল থাকবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দেননি রতন জৈন।
চলতি বছরে আবারও বড় পর্দা থেকে উধাও হয়েছেন শাহরুখ খান। ভক্তদের আগ্রহ তার পরবর্তী ছবি ‘দ্য কিং’ নিয়ে। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান। ‘দ্য কিং’-এর গল্পটি জনপ্রিয় ফরাসি নায়ক জিন রেনোয়ারের ছবি ‘লিওন’ থেকে অনুপ্রাণিত। ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও শাহরুখের সঙ্গে কাজ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছেলে অভিষেকের এই ভূমিকার ইঙ্গিত দিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। এই ছবিটি নিয়ে শাহরুখ বলেন, “একটি সম্পূর্ণ অ্যাকশন ড্রামা!” ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ।
Read More:-